এয়ারলাইন্সের পাইলট ও কেবিন ক্রুদেরকে করোনার ভ্যাকসিন নিতে বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একইসঙ্গে বলা হয়েছে, ভ্যাকসিন নিয়ে পাইলট ও কেবিন ক্রুরা ৪৮ ঘণ্টা পর্যন্ত ফ্লাইটে যেতে পারবেন না।
রবিবার (১১ এপ্রিল) বেবিচক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্সের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবিরের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।