যুক্তরাজ্যে রমজানে ইফতারের পর করোনা টিকাদান কর্মসূচী

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে দেশে টিকাদান কর্মসূচী চলছে।
এরই মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রমজান উপলক্ষে যুক্তরাজ্যের মুসলিম সংগঠনগুলো ‘ইফতার পরবর্তী টিকাদান কর্মসূচী’ শুরু করে।

গতকাল শুক্রবার দক্ষিণ লন্ডনের সাটন শহরের একটি স্থানে অস্থায়ী টিকাকেন্দ্র চালু করা হয়।
রোজা রেখে টিকা নিতে ইসলামী শরিআহ অনুসারে কোনো বাধা না থাকলেও অনেকের মধ্যে দ্বিধা দেখা যায়।
মূলত তাদের জন্য ইফতার-পরবর্তী টিকাদানের ব্যবস্থা নেওয়া হয়।

ব্রিটেনের সর্ববৃহৎ মুসলিম সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেইন এবং ব্রিটিশ ইসলামিক মেডিকেল এসোসিয়েশন টিকাদানের ক্যাম্পেইনটি শুরু করে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) ক্যাম্পেইনের সার্বিক তত্ত্বাবধান করেন। আগামী ৩০ এপ্রিল টিকাদানের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.