সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয়ের পর দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও সরব হয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নিয়ে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের উদারনীতির কঠোর সমালোচনা করে বলেন, দক্ষিণাঞ্চলীয় সীমান্ত যেভাবে অভিবাসীদের জন্য খুলে দেওয়া হয়েছে, এতে অচিরেই ধ্বংস হবে যুক্তরাষ্ট্র। খবর ফক্স নিউজের।
মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে সোমবার রাতে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। ট্রাম্প জো বাইডেনের উদারনীতিকে ‘ভয়ানক’ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। হোয়াইট হাউস ছাড়ার পর এটিই তার প্রথম টিভি সাক্ষাৎকার।