ইউরোপীয় দেশ ইতালি করোনাভাইরাসের ভারতীয় ধরন ডাবল মিউটেন্টের সংক্রমণ এড়াতে দেশটির ওপর ভ্রমণ বিধিনেষেধ আরোপ করেছে।
ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্চা এক টুইট পোস্টে বলেন, ‘গেল ১৪ দিন ভারতে প্রবেশ করেছেন এমন বিদেশি যাত্রীদের ইতালি ভ্রমণে নিষেধাজ্ঞায় আমি সই করেছি।’ করোনার নেগেটিভ রেজাল্ট নিয়ে ইতালির নাগরিকরা দেশে ফিরতে পরবেন। এরপর তাদের কোয়ারেন্টিনে যেতে হবে।
যারা ইতিমধ্যে ভারত থেকে ইতালি পৌঁছে গেছেন, তাদেরও করোনা পরীক্ষার অনুরোধ করা হয়েছে।
রবার্তো স্পেরাঞ্চা জানান, করোনার ভারতীয় নতুন ধরন নিয়ে আমাদের বিজ্ঞানীরা গবেষণা করছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারতে প্রতিদিনই করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে সাহায্য পাঠানোর কথা জানিয়েছে।