বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদফতর এবার চীনে উদ্ভাবিত সিনোফার্ম ভ্যাকসিন জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ।
মহাখালীতে বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, চীন প্রথম দফায় ৫ লাখ ডোজ দিচ্ছে। এর বাইরে আগামী দুই সপ্তাহে চীনের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে।
এর আগে ওষুধ প্রশাসন অধিদফতর মঙ্গলবার (২৭ এপ্রিল) রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিন দেশে প্রয়োগের জরুরি অনুমোদন দেয় ।