বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে করোনায় আটকে পড়া ৬১ বাংলাদেশি দেশে ফিরেছেন

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমানের একটি বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশির সঙ্গে থাইল্যান্ডসহ অন্য দেশের নাগরিকরাও ঢাকায় ফিরেছেন।

থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাই থাই সরকারকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত এক বছরে থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের এ নিয়ে ১৪ দফায় ফিরিয়ে আনা হলো।

এছাড়া আরও দুই দফায় থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস কম্বোডিয়া থেকে ১৩৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.