কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা আজ রাতে দেশে পৌঁছবে। রোববার রাত এগারোটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই টিকা আসার কথা আগেই জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে টিকা আসার দেরির কথা প্রথমে জানানো হয়। সংবাদ বুলেটিনে ফ্লাইট সিডিউল না পাওয়ায় টিকা আসতে দেরি হতে পারে বলে এতে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, সোমবার রাত ১১টা ২০ মিনিটে টিকার চালান দেশে আসবে। টিকার আন্তর্জাতিক প্ল্যাটফরম কোভ্যাক্স থেকে ১৩৪তম দেশ হিসাবে এই টিকা পাচ্ছে বাংলাদেশ।
অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন গণমাধ্যমে বলেন, তথ্যের ভুলে টিকা আসছে না বলা হয়েছিল। এখন কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই টিকা আসবে। এই টিকা আসার পর আমাদের টিকা বিতরণ সংক্রান্ত কমিটি ঠিক করবেন ওই টিকা কখন কাকে দেওয়া হবে।