ভারতে আটকে পড়া বিদেশিদের ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে

ভারত গিয়ে করোনার কারণে আটকে পড়া বিদেশিদের ভিসার মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হচ্ছে।

করোনা মহামারি কারণে ২০২০ সালের মার্চ থেকে দেশটিতে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইট শুরু না হওয়ার প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেসব বিদেশি নাগরিক দেশটিতে আটকে পড়েছেন তাদের ভিসা বা শর্তসাপেক্ষে থাকার মেয়াদ বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে।

২০২০ সালের ২৯ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের ভিসার মেয়াদ ২০২০ সালের ৩০ জুন শেষ হবে তাদের ভিসার বৈধতা যেদিন থেকে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে তার থেকে ৩০ দিন পর্যন্ত বৈধ থাকবে।

যেসব বিদেশি নাগরিক ২০২০ সালের মার্চের আগে বৈধ ভিসা নিয়ে ভারত গিয়ে আটকে গেছেন, উদ্ভুত পরিস্থিতিতে তাদের সমস্যার কথা বিবেচনা করে লকডাউনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আকটে থাকা বিদেশিদের ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে।

তবে এইসব বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য অথবা শর্ত সাপেক্ষে থাকার বৈধতা বাড়াতে চাইলে প্রতি মাসে আবেদন করতে হবে। এর জন্য কোনো অর্থ লাগবে না। নির্ধারিত সময়ের বেশিদিন থাকার জন্য এইসব বিদেশি নাগরিকদের কোনো জরিমানা দিতে হবে না।

এই সব বিদেশি নাগরিকরা ভারত ছাড়ার আগে দেশটি থেকে বের হওয়ার অনুমতি চাওয়ার জন্য এফআরআরও/ এফআরও-তে আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়াটি বিনামূল্যে করা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.