প্রবাসীদের কাজে ফেরাতে ফ্লাইট চালু করছে কুয়েত

করোনাভাইরাস পরিস্থিতিতে ছুটিতে দেশে ফিরে আটকেপড়া প্রবাসীদের কাজে ফেরাতে কুয়েতের বিমান পরিষেবা চালু হচ্ছে আগামী ১ আগস্ট থেকে।
তবে, যারা দেশটির সরকার অনুমোদিত ভ্যাকসিন (অক্সফোর্ড, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন) গ্রহণ করেছেন কেবলমাত্র তারাই কুয়েতে প্রবেশ করতে পারবেন।
আরব টাইমস সূত্রে জানা যায়, বৈধ রেসিডেন্সি (আকামা) নিয়ে আগত প্রবাসীদের কুয়েত পৌঁছানোর ৭২ ঘণ্টারও কম সময় পূর্বে পিসিআর সনদ নিয়ে আসতে হবে এবং কুয়েতে আসার পর ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
দেশটিতে যারা ভ্যাকসিন পেয়েছে তারা বিদেশ ভ্রমণ করতে পারবে।
বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ বিভাগ।
এদিকে ছুটি এসে দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীরা সরকারের কাছে দাবি জানিয়েছেন তাদের জন্য ইউনিয়নভিত্তিক ভাগ করে, আইডি কার্ড না থাকলেও পাসপোর্ট অনুযায়ী ভ্যাকসিন দেয়ার।
যাতে কুয়েতের ফ্লাইট চালু হওয়া মাত্রই তারা কুয়েতে ফিরে যেতে পারনে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.