সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে জাতীয় পর্যায়ে নতুন আচরণবিধি প্রণয়ন করেছে ভিয়েতনাম।
নতুন এ আচরণবিধিতে দেশের স্বার্থের জন্য ক্ষতিকর এবং আইনের ওপর বিরূপ প্রভাব ফেলে এমন পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
রয়টার্স বলছে, ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট দল খুব কম সমালোচনা গ্রহণ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখে।
নতুন বিধি অনুযায়ী অধিবাসীদের দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশ সম্পর্কে ইতিবাচক পোস্ট প্রদানের আহ্বান জানানো হয়েছে।
সেই সঙ্গে উচ্চপর্যায়ে বিরোধপূর্ণ কোনো বিষয়ে অভিযোগ দাখিল করতে হলে সরকারি কর্মকর্তার মাধ্যমে তা সম্পন্ন করতে হবে বলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
আচরণবিধিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভিয়েতনামের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবনযাপন, সংস্কৃতি সম্পর্কে ইতিবাচক তথ্য প্রচারের আহ্বান জানানো হয়েছে।
তবে নতুন এ আচরণবিধি কীভাবে প্রয়োগ করা হবে সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।
আরও খবর