৩৯৩ আইসিইউ বেডের মধ্যে মাত্র ৩৮ বেড ফাঁকা রয়েছে

রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে ৩৮টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) খালি আছে। ২৩ জুলাই হাসপাতালগুলোতে ৪২ বেড ফাঁকা থাকার কথা জানালেও স্বাস্থ্য অধিদফতর আজ জানাচ্ছে, করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে আইসিইউ বেড ফাঁকা রয়েছে মাত্র ৩৮টি।

ঢাকায় করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য সরকারিভাবে ১৬টি হাসপাতাল নির্ধারিত। এগুলোর মধ্যে ‑ সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হলেও সেখানে তাদের জন্য আইসিইউ নেই।

বাকী ১৩ হাসপাতালের মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালর ১০ বেড আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবগুলোতে রোগী ভর্তি রয়েছেন।

তবে ঢাকার সরকারি হাসপাতালগুলোর মধ্যে বড় সাত হাসপাতালেই আইসিইউ ফাঁকা নেই। বাকীগুলোর মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে পাঁচটি, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের আট বেডের মধ্যে দুইটি, টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১২টি, জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে চারটি ও ডিএনসিসি করোনা হাসপাতালের ২১২ বেডের মধ্যে ১৪টি বেড ফাঁকা রয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, করোনা রোগীদের চিকিৎসা দেওয়া রাজধানীর হাসপাতালগুলোর ৩৯৩ আইসিইউ বেডের মধ্যে মাত্র ৩৮ বেড ফাঁকা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.