কয়েকমাস আগেও আশার আলো দেখিয়েছিলেন বিশেষজ্ঞেরা।
বলেছিলেন, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টেই বিপদের শেষ।
এর পরে ক্ষমতা কমতে শুরু করবে ভাইরাসের।
কিন্তু উল্টো বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা দিয়েছে যে মিউটেশন ঘটিয়ে আরও ভয়ানক স্ট্রেইন তৈরি করতে পারে করোনাভাইরাস।
এখন পর্যন্ত ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট।
আমেরিকায় নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে।
পশ্চিম এশিয়ায় চতুর্থ ঢেউ আছড়ে পড়ার অন্যতম কারণ ডেল্টা।
চীনে নতুন করে সংক্রমণ বেড়েছে।
আরও দু’টি প্রদেশ থেকে সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া গিয়েছে।
অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর ব্রিসবেন ও কুইন্সল্যান্ড প্রদেশের একাংশে লকডাউন জারি করা হয়েছে।