রাজশাহীর বাঘা উপজেলায় বিয়ের ১৫ দিন পর কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রমাণ পাওয়ায় তার প্রাক্তন প্রেমিক সোহেল রানার বিরুদ্ধে ধ’র্ষণ মামলা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) রাতে ওই কিশোরীর বাবা মামলা দায়ের করেন।
জানা গেছে, গত ১৫ জলাই উপজেলার হরিপুরের এক যুবকের সঙ্গে তুলশীপুর গ্রামের ওই কিশোরীর বিয়ে হয়।
কোরবানির ঈদের পরদিন নতুন জামাই তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসে।
সেখানে জামাই সবাইকে জানায় তার স্ত্রী অন্তঃসত্ত্বা।
এ সংবাদ শুনে শঙ্কিত হয়ে পড়ে মেয়ের পরিবার। পরদিন উপজেলা সদরের সেবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে তারা জানতে পারেন মেয়েটি ৬ মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তী সময়ে মেয়ের সঙ্গে কথা বলে বাবা-মা জানতে পারেন- বিয়ের আগে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহেল রানার সঙ্গে তার মেয়ের প্রেমের সূত্রে শারীরিক সম্পর্ক হয়। এতেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে ওই কিশোরীর দাবি- বিষয়টি কাউকে জানালে সোহেল তার বাবাকে হত্যা করার হুমকি দিয়েছিল। এ কারণেই সে বিষয়টি গোপন রাখে।