আমিরাত, সিঙ্গাপুর, জার্মানি ও মেক্সিকোতে বসবাসকারী প্রবাসীরা প্রবাস জীবন নিয়ে খুশি

সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, জার্মানি ও মেক্সিকোতে বসবাসকারী প্রবাসীদের ৭৫ শতাংশই সেসব দেশে বসবাস করতে চান। আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠান আটনার এক জরিপে এ চিত্র উঠে আসে। ৮-১৬ মে চারটি দেশে বসবাসকারী প্রায় এক হাজার প্রবাসীর ওপর এ জরিপ পরিচালনা করা হয়। এসব প্রবাসী কভিডের কারণে নানা দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দ্য ন্যাশনালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশগ্রহণকারী  তাদের স্বাগতিক দেশের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসীদের ৮৭ শতাংশই সেখানে বসবাসে সন্তুষ্ট।  সিঙ্গাপুরে বসবাসকারী প্রবাসীদের ৮৮ শতাংশ সিংগাপুরের জীবন নিয়ে খুশি।

৬৯ শতাংশ জার্মান প্রবাসী দেশটিতে তাদের অবস্থানের ব্যাপারে দৃঢ় মনোভাব প্রকাশ করেছেন, অন্যদিকে মেক্সিকোর ৭০ শতাংশ প্রবাসী এ মনোভাব ব্যক্ত করেছেন।

প্রবাসী তাদের স্বাগতিক দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুণগত মান ও স্বাস্থ্যবীমার মানের ওপর নির্ভর করে তাদের বর্তমান জীবনযাপন চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। মূলত স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করেই তারা থাকা বা অন্যত্র স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জরিপে দেখা যায়, ৭০ শতাংশ প্রবাসী মহামারীকালীন স্বাস্থ্যসেবাকেই মূল গুরুত্বের দিক হিসেবে বিবেচনা করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.