মাত্র ৫১৫ টাকায় বিমান ভ্রমণ!

spicejetঅফারটা শুনে নিজেকে শায়েস্তা খাঁর আমলে আবিষ্কার করবেন বৈকি। মাত্র ৫১৫ টাকায় বিমান ভ্রমণ!

হ্যাঁ, ঘটনা সত্য। ভারতের অভ্যন্তরীণ কয়েকটি রুটে নির্দিষ্ট সময়ে সীমিত সংখ্যক আসনে বুকিংয়ের ক্ষেত্রে স্পাইসজেট এয়ারলাইন্স গতকাল বুধবার এ অফার দিয়েছে। তবে ‘মুনসুন বুনানজা’ নামের এ অফারটি আসলে যাত্রীদের সঙ্গে প্রতারণা, না অন্য কিছু তা তদন্ত করতে ভারতীয় বিমান চলাচল কর্তৃপক্ষকে (ডিজিসিএ) চিঠি দিয়েছে ভারতের বিমান যাত্রীদের সংগঠন এপিএআই।

স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৬ জুন পর্যন্ত সবচেয়ে কম টাকার এ টিকিট বিক্রি হবে। এই টিকিটে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভ্রমণ করা যাবে। এ টিকিটে কেবল জম্মু-শ্রীনগর, আহমেদাবাদ-মুম্বাই, মুম্বাই-গোয়া, দিল্লি-দেরাডুন ও দিল্লি-অমৃত্যশর রুটে ভ্রমণ করা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.