ঈদ উপলক্ষে দেশীয় এয়ারলাইন্স গুলোর ভাড়া বৃদ্ধি

kpae10_22-4আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অধিকাংশ দেশীয় এয়ারলাইন্স গুলো তাদের ভাড়া বৃদ্ধি করেছে ,যেটা যাত্রীদের কাছে অপরিমেয় দুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এয়ারলাইন্স গুলো তাদের নিয়মিত ভাড়ার চেয়ে দিগুন ভাড়া ও নিচ্ছে।
নিয়মিত যাত্রীরা অভিযোগ করে বলেছেন যে অধিকাংশ এয়ারলাইন্স গুলো ২০ জুন থেকে ৫ জুলাইয়ের টিকেট দিগুন দামে বিক্রি শুরু করে দিয়েছে। বিষয়টি অনেক যাত্রীরা অন্যায্য হিসেবে মনে করছেন।

যশোর রুটের একজন নিয়মিত যাত্রী আশিকুর রহমান। তিনি বলেন, “আমি ব্যবসায়ীক কাজে প্রায়ই উড়োজাহাজে যাতায়াত করি, কিন্তু এবার দেখছি ভাড়া অনেক বেশি যেটা অত্যন্ত দু:খজনক”।
আমিরুজ্জামান নামে আরেকজন যাত্রী বলেন, “ঈদ উপলক্ষে ঢাকা থেকে খুলনা রুটে এসি বাসের ভারা ২০০ টাকা বাড়ানো হয়েছে কিন্তু উড়োজাহাজে ভাড়া বাড়ানো হয়েছে দিগুন।”

এয়ারলাইন্সের অভ্যন্তরীণ একজন অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও অন্যান্য এয়ারলাইন্সের সাথে প্রতিযোগিতা দিয়ে ভাড়া বৃদ্ধি করছে, অন্তত বিমানের উচিত ঈদ উপলক্ষে এই ভাবে ভাড়া বৃদ্ধি না করা।
ইউ-এস বাংলা এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডি জি এম) কাম্রুল ইসলাম বলেছেন, বিক্রয় বিভাগ তাদের কাজের ধারা অনুযায়ী টিকিট বিক্রি করছে। তিনি আরো বলেন , আমাদের কাজের ধারা অনুযায়ী আমাদের যে কম দামের টিকেট ছিল তা বিক্রি হয়ে গেছে কিন্তু বেশি দামের টিকেট গুলো এখনো রয়ে গেছে, তাই যাত্রীদের এই সমস্যার সম্মূখীন হতে হচ্ছে।

টিকেটের এরকম দাম বৃদ্ধি সত্ত্বেও, কিছু কিছু এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের আকৃষ্ট করতে ফিরতি ফ্লাইটের জন্য বিভিন্ন ছাড়ের ঘোষোণা দিয়েছে। এই ছাড়ের আওতায় যাত্রীরা বিভিন্ন এয়ারলাইন্সের ছাড় অনুসারে ১৮০০ থেকে ২২০০ টাকার মধ্যে ঢাকায় ফিরতে পারবেন।
ঢাকা ট্রিবিউন অবলম্বনে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.