মধ্যপ্রাচ্চ্যের সেরা কার্গো পুরুষ্কার পেয়েছে এমিরেটসের স্কাই কারগো

emirates-skycargo-argentinaচীনের সাংহাই তে এসিয়ান ফ্রেইট লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন (এ এফ এল এস) এর আয়োজনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এই
পুরস্কার দেওয়া হয়। এ নিয়ে এমিরেটসের স্কাই কারগো পরপর দুইবার এই পুরস্কার পেলো। এই পুরুষ্কারটি দেওয়া হয় মূলত চল্লিশটি ক্যাটাগোরিতে এবং এশিয়া কার্গো নিউজের পাঠক দের মতামতের উপর ভিত্তি করে। প্রায় ১৫০০০ পাঠক দের মতামতের উপর ভিত্তি করে পুরস্কার টি দেওয়া হয়। এমিরেটসের স্কাই কার্গো ২৫০ কার্গোবিমান দিয়ে বিশ্বব্যাপি কার্গো সেবা প্রদান করে যাচ্ছে।
এয়ারলাইনস টি ছয় মহাদেশের একাশিটি দেশের একশত পঞ্চাশটি শহর  জুড়ে সেবা প্রদান করে আসছে।
এছারা ও এয়ারলাইন্সটি আরো অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, যার মধ্যে বার্লিন এ অনুষ্ঠিত শ্রেষ্ঠ এয়ার কার্গো পুরুস্কার ‘ডায়মন্ড এওয়ার্ড” ২০১৬ এবং লন্ডনের ওয়ার্ল্ড এয়ার কার্গো এওয়ার্ড উল্লেখযোগ্য।
.

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.