নিরাপত্তার অজুহাতে ফের বন্ধ করে দেয়া হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দর্শনার্থী হল। শুক্রবার রাত ১০টায় পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বন্ধ করে দেয়া হয় বিমানবন্দরের আগমনী ও দর্শনার্থী হল দুটি। এ অবস্থায় ওই রাত থেকে চরম ভোগান্তিতে পড়েন বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে আসা হাজার হাজার দর্শনার্থী।
সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষে এখন প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার যাত্রী আসা-যাওয়া করেন। তাদের বিদায় ও স্বাগত জানাতে দ্বিগুণ সংখ্যক দর্শনার্থী বিমানবন্দরে আসেন। কিন্তু আকস্মিক দর্শনার্থী হল বন্ধ ঘোষণা করায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার গুলশানে জঙ্গি হামলার পর থেকে নিরাপত্তার স্বার্থে দর্শনার্থী হল বন্ধ করে দেয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আজ-কালের মধ্যে তা খুলে দেয়া হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ঈদের সময় বিপুলসংখ্যক প্রবাসী দেশে ফেরেন। প্রত্যেককে স্বাগত জানাতে তার দুই বা ততধিক আত্মীয়স্বজন বিমানবন্দরে আসেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আজ-কালের মধ্যে হল দুটি খুলে দেয়া হবে।
এদিকে হল দুটি বন্ধ করে দেয়ার পর হলের দায়িত্বে থাকা পরিচালক উইং কমান্ডার এসএম জাকির হাসান শুক্রবার রাতেই সপরিবারে আনন্দ ভ্রমণ করতে দেশ ত্যাগ করেছেন। জানা গেছে, ঈদের আনন্দ উপভোগ করতে তিনি পরিবার-পরিজন নিয়ে থাইল্যান্ডে বেড়াতে গেছেন।
এভিয়েশন বিশেষজ্ঞরা বলেন, এমন পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দরের সর্বোচ্চ পদে থাকা একজন পরিচালক কীভাবে দায়িত্ব পালন বাদ দিয়ে আনন্দ ভ্রমণে গেলেন? আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বা কীভাবে তার ছুটি মঞ্জুর করলেন সেটাও রহস্যজনক।
এর আগে গত বছরের ২৬ অক্টোবর একইভাবে নিরাপত্তার অজুহাতে প্রায় ৮ মাস বন্ধ রাখা হয়েছিল হল দুটি। তখনও চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল সাধারণ দর্শনার্থীদের। পরবর্তী সময়ে বিমানমন্ত্রী রাশেদ খান মেননের নির্দেশে গত ১৭ এপ্রিল হল দুটি খুলে দেয়া হয়।
আরও খবর