মানুষের সঙ্গে জিন জাতির বিয়ে কি জায়েজ?

প্রশ্ন: মানুষের সঙ্গে জিন জাতির বিবাহ কি জায়েজ?

উত্তর: মানুষের সঙ্গে জিন কিংবা পরীকে বিবাহ করা জায়েজ নয়, কেননা মানুষ ও জিন ভিন্ন ভিন্ন জাতি। আর শরিয়তের দৃষ্টিতে এক জাতির সঙ্গে ভিন্ন জাতির বিবাহ সম্পূর্ণ না জায়েজ।

সুতরাং জিন জাতি যেহেতু মানবজাতি থেকে সম্পূর্ণ ভিন্ন এক জাতি। মানুষ মাটির তৈরি প্রাণী আর জিন হলো আগুনের তৈরি। তাই ভিন্ন প্রজাতির প্রাণী হওয়ায় পরস্পর বিবাহ জায়েজ নয়।

কুরআন কারিমে আল্লাহতায়ালা বলেন, আল্লাহতায়ালা তোমাদের নফস (শরীর) থেকেই তোমাদের স্ত্রী (জোড়া) সৃষ্টি করেছেন।

আল আশবাহ গ্রন্থে রয়েছে, মানুষ আর জিনের মাঝে বিবাহ জায়েজ নেই। সত্তা আলাদা হওয়ার কারণে।

রদ্দুল মুহতারে বলা হয়েছে— পুরুষের জন্য পুরুষ, প্রকৃত হিজড়া, খুনছায়ে মুশকিলাহ (এমন হিজড়া যার একত্রে পুরুষ ও নারীর লিঙ্গ রয়েছে) জিন, পানির মানুষকে বিবাহ করা জায়েজ নেই (মৎস কণ্যা)।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.