ফাইজার-মডার্নার বুস্টার ডোজে ওমিক্রন থেকে ৯০% সুরক্ষা

করোনা ভাইরাসের আফ্রিকান ধরন ওমিক্রন থেকে সুরক্ষা পেতে ফাইজার ও মডার্নার বুস্টার ডোজ বেশি কার্যকরী।
যুক্তরাষ্ট্রের নতুন তিনটি গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে।

রোববার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ওই গবেষণা অনুসারে, ফাইজার-বায়োএনটেক এবং মডার্না টিকার বুস্টার ডোজ ওমিক্রন থেকে সুরক্ষা দিতে পারে।
এ ক্ষেত্রে ওমিক্রনে আক্রান্তরা অন্তত ৯০ শতাংশ সুরক্ষা পেতে পারেন।

এই গবেষণার সঙ্গে যুক্ত এমা অ্যাকরসি বলেন, নতুন গবেষণা প্রমাণ করছে যে, বুস্টার ডোজ নেওয়া কতটা গুরুত্বপূর্ণ।
তাই দুই ডোজ টিকার নেওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেই ফাইজার ও মডার্নার বুস্টার ডোজ নেওয়া প্রয়োজন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.