ব্যবসায়ীদের সতর্ক করলেন অর্থমন্ত্রী

ঘুষের ব্যাপারে হাদিসের উদ্ধৃতি দিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুল্ক-কর কর্মকর্তাদের ঘুষ দিয়ে কাজ করাতে হয় ব্যবসায়ীদের এমন অভিযোগের জবাবে অর্থমন্ত্রী বলেন, আপনারা ঘুষ দিচ্ছেন কেন?
আপনাদের কাছে অনুরোধ, ঘুষ দেবেন না।’ এ সময় হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ঘুষ দেওয়া যাবে না।
যারা ঘুষ দেয়, তাদের জায়গা হবে জাহান্নামে।

আসন্ন বাজেট উপলক্ষে মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, আপনাদের কর দিতে হবে।
কর না দিলে পদ্মা সেতু কীভাবে হবে? মেগা প্রকল্প শেষ হবে কীভাবে?’

তিনি বলেন, আগামী বাজেট হবে সবার জন্য লাভজনক।
ব্যবসায়ীরা ঠকবেন না, তারা ঠকলে দেশ পিছিয়ে যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.