আজ দেশে ফিরছেন সাকিব আল হাসান

ঢাকায় পরিবারের বেশির ভাগ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
এই পরিস্থিতির মধ্যেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলেছেন সাকিব আল হাসান।
তবে এমন অবস্থায় ক্রিকেটে মন বসানো সত্যিই খুব কঠিন। তারপরও ম্যাচ খেলায় সর্বত্রই প্রশংসিত হয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরছেন সাকিব। অসুস্থ মা, সন্তান ও শাশুড়ি তথা বিপর্যস্ত সময়ে পরিবারের পাশে থাকতে আজ দেশের উদ্দেশ্যে বিমানে চড়বেন তিনি।
বিসিবি তার জন্য বিমানের টিকিটের ব্যবস্থা করেছে। গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, আজ জোহানেসবার্গ থেকে দুবাই হয়ে এমিরেটসের ফ্লাইটে ঢাকায় আসবেন সাকিব।

ওয়ানডে সিরিজের মাঝপথেই স্বজনদের অসুস্থতার খবর পেয়েছিলেন সাকিব।
দ্বিতীয় ম্যাচের পর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন।
বিসিবিও ফেরার অনুমতি দিয়েছিল তাকে। টিকিট বুকিং করা ছিল।
কিন্তু শেষ পর্যন্ত অবশ্য তৃতীয় ওয়ানডে খেলেই ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.