দ্রব্যমূল্যে বৃদ্ধি, ব্যবসায়ীদের সতর্ক করলেন বাণিজ্য সচিব

বিশ্বব্যাপী দ্রব্যমূল্য নিয়ে অস্থির পরিস্থিতি চলছে।
তাই ব্যবসায়ী নেতাদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বানিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির ২য় সভার শুরুতে তিনি এ কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্য অস্থির অবস্থা চলছে।
অনেক পণ্যের ঘাটতিও রয়েছে, বাড়ছে দামও।
তবে সেদিক থেকে বাংলাদেশ এখনো বেশ স্বস্তিতেই রয়েছে।
দেশে যা হয়েছে সেটি কিছু ব্যবসায়ীর অপতৎপরতার কারণেই।
যার দায় পুরো ব্যবসায়ী সমাজের ওপর পড়ছে।
সরকার সেদিক থেকে সতর্ক রয়েছে। এখানে যা করার করছে।
তবে শঙ্কা কাটেনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.