বিশ্বে দুর্বল পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান নবম

শক্তিশালী ও দুর্বল পাসপোর্টের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স। দুর্বলতম পাসপোর্টের বিচারে বাংলাদেশের অবস্থান নবম। এ তালিকায় বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় রয়েছে জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে থাকা জাপানের নাগরিকরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকরা ১৯২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

এদিকে, বিশ্বে দুর্বল পাসপোর্টের তালিকায় নবম স্থানে থাকা বাংলাদেশের নাগরিকরা ৪১টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান। এ তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কসোভো ও লিবিয়া। চলতি বছরের তৃতীয় সংস্করণে ১১২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৪তম। এর আগে, চলতি বছরের এপ্রিলে প্রকাশিত হেনলির দ্বিতীয় প্রান্তিকের সংস্করণেও বাংলাদেশ একই অবস্থানে ছিল। তবে জানুয়ারিতে প্রকাশিত প্রথম প্রান্তিকের সংস্করণে ১০৩তম হয়েছিল বাংলাদেশ। প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। কোন দেশের পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.