চীনের পক্ষ নিল মধ্যপ্রাচ্যের দেশগুলোর বৃহত্তম জোট আরব লীগ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর বৃহত্তম জোট আরব লীগ চীনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে যাওয়ার পর অঞ্চলটিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এরপরই আরব লীগ জানাল তারা চীনের পক্ষে আছে এবং এক-চীন নীতিকে তারা সমর্থন জানায়।

আরব লীগের সেক্রেটারি জেনারেল হোসাম জাকি বলেছেন, লীগের অবস্থান হলো চীনের সার্বভৌমতা এবং ভৌগলিক অখণ্ডতা এবং এক-চীন নীতির ওপর।

আরব লীগ থেকে বহিস্কৃত দেশ সিরিয়াও ন্যান্সি পেলোসির এ সফরের তীব্র বিরোধীতা করেছে। তারা বলেছে, এটি যুক্তরাষ্ট্রের একটি দ্রোহ, যারা কোনো আইন মানে না।

ইরানও চীনের পক্ষ নিয়েছে এবং চীনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।

এদিকে আরব লীগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, সকলে যেন এক-চীন নীতি মেনে চলে এবং কেউ যেন এমন কোনো সিদ্ধান্ত না নেন যেটি জাতিসংঘের রেজুলেশনের পরিপন্থি হয়।

সূত্র: দ্য নিউ আরব

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.