ইন্টারনেটের মাধ্যমে মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে ঘরে বসে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ অথবা নিজের ব্যবসা শুরু করাই হল অনলাইন ক্যারিয়ার। জনপ্রিয় কয়েকটি অনলাইন মার্কেটপ্লেস হচ্ছে ফাইভার, আপওয়ার্ক, ফ্রিলান্সার ডট কম, পিপল পার আওয়ার, গুরু ইত্যাদি।
এবার অনলাইন মার্কেটপ্লেস ফাইভারে ক্যারিয়ার গড়তে ‘ফাইভার মাস্টার’ কোর্স চালু করল https://bdskillacademy.com। অনেকেই চায় অনলাইনে ক্যারিয়ার গড়তে, স্বাধীন পেশা বা ঘরে বসে অনলাইনে ভালো ইনকামের কথাটি যখনই আসে তখনই আমাদের মাথায় যে বিষয়টি আসে তা হল ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে কিছু কাজ ভালোভাবে জানতে হবে। যেমন- গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও ইত্যাদি।
এ কাজগুলো করার জন্য অনলাইনে অনেক মার্কেটপ্লেস রয়েছে। তার মধ্যে জনপ্রিয় একটি মার্কেটপ্লেস হচ্ছে ফাইভার। কাজ করার জন্য প্রত্যেকটি মার্কেটপ্লেসেরই কিছু নিয়ম রয়েছে। সে নিয়মগুলো মেনে না চললে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। মার্কেটপ্লেসে কাজ শুরু করার পূর্বে নিয়মগুলো ভালোভাবে জানতে হবে।
কোর্স সম্পর্কে জানতে ‘বিডি স্কিল একাডেমী ডট কমে’র মেন্টর বিজয় রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ফাইভার বর্তমান ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি অনলাইন মার্কেটপ্লেস। যেখানে একজন বায়ার তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সার্ভিস নিয়ে থাকে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভালো কাজ জানেন কিন্তু মার্কেটপ্লেসে কাজ করছেন না বা মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে কাজ করতে ভয় পাচ্ছেন। আবার আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেকদিন যাবত কাজ করছেন, বেশ ভালো কিছু করেছিলেন প্রথমের দিকে কিন্তু এখন আর কাজ পাচ্ছেন না বা আপনাদের গিগ কোনোভাবেই র্যাংক করছে না বা করতে পারছেন না, তাদের জন্য কোর্সটিতে রয়েছে এমন কিছু সিক্রেট মাৰ্কেটিং ট্রিকস যা ফাইভারে পুনরায় অর্ডার পাওয়ার একটি মন্ত্র হিসেবে কাজ করবে। তাই এই কোর্সটি হতে পারে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য একটি টার্নিং পয়েন্ট, বলেন তিনি।
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://bdskillacademy.com/courses/fiverr-success-course/