বিমান বাংলাদেশের আবহা কানেক্টিং ফ্লাইট চালু হবে
অবশেষে সৌদি আরবের আসির প্রদেশের আবহা বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কানেক্টিং ফ্লাইট চালু হতে যাচ্ছে। এমনটা জানিয়েছেন জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির সৌদি আরবের রিজিওনাল ম্যানেজার শামসুল হুদা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবহা কানেক্টিং ফ্লাইট চালু করা হলে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে আবহা থেকে ঢাকা-চট্টগ্রাম সিলেট গন্তব্যের জন্য সপ্তাহে সাতটি ফ্লাইট কানেক্টিং হবে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বিমানের রিজিওনাল ম্যানেজার শামসুল হুদা।
গতকাল সোমবার একটি ট্যুরিজম কোম্পানির থেকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অত্র অঞ্চলের প্রায় ৮ লক্ষাধিক বাংলাদেশি দীর্ঘদিন যাবত এই বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন, তার পরিপ্রেক্ষিতে বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিচ্ছে।
সাংবাদিক মাসুদ সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হানিছ সরকার উজ্জ্বল, সাংবাদিক আল মামুন শিপন, ব্যবসায়ী শাজাহান সিরাজসহ অন্যরা। পরে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।