সিলেটে পর্যটকবাহী বিআরটিসি বাসে আগুন

সিলেটের বিমানবন্দর থানা এলাকায় পর্যটকবাহী বিআরটিসি একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেটের মালিনীছড়া চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর বিআরটিসির দুটি বাসে করে ঢাকা থেকে আসা একদল পর্যটক মঙ্গলবার সকালে সিলেটের বিছানাকান্দি পর্যটন কেন্দ্রে যান। রাতে ফেরার পথে তাদের একটি গাড়ি সিলেটের মালিনীছড়া চা-বাগান এলাকায় পৌঁছামাত্র গাড়ির হেডলাইট বন্ধ হয়ে পোড়া গন্ধ বের হয়। সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা বাস থেকে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে অন্য একটি বাসে করে পর্যটকদের নিরাপদে হোটেলে পাঠায় পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.