বিমানের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ দিল্লি বিমানবন্দরে

ভারতের দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি উড়োজাহাজে আগুনের শিখা দেখা যায়। তার পরেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয় জরুরি অবস্থা।

শুক্রবার রাত ১০টা নাগাদ টেকঅফের আগেই ইন্ডিগোর ‘৬ই-২১৩১’ বিমানের ইঞ্জিনে আগুন লাগে।

জানা গিয়েছে, বিমানটি যখন টের অফ করার জন্য রানওয়েতে ছিল তখনই তাঁর ইঞ্জিনে আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তের মধ্যেই বেড়ে যায় আগুন। তৎক্ষণাৎ পাইলট টেকঅফ না করে ফিরিয়ে আনেন। সঙ্গে সঙ্গে এমারজেন্সি দরজা দিয়ে যাত্রীদের সুরক্ষিত ভাবে বের করে আনা হয়। বেরিয়ে আসেন বিমানকর্মীরাও।

যুদ্ধকালীন তৎপরতায় বিমান বন্দরের তরফে আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। একাধিক অগ্নিনির্বাপন ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেন। যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছেন বলে বিমান সংস্থার তরফেও আশ্বস্ত করা হয়েছে। ঘটনাটি সম্পর্কে বিমান সংস্থা জানিয়েছে, টেক অফের সময় প্রযুক্তিগত কারণে এই বিপত্তি। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে পাইলট টেকঅফ বাতিল করেন এবং বিমানটিকে বে-তে ফিরিয়ে নিয়ে আসা হয়। সমস্ত যাত্রীরা সুস্থ আছেন। তাদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়েছে।।

ইন্ডিগোর পক্ষে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘৬ই-২১৩১’ এয়ারবাসে ওই সময় পাইলট, বিমানকর্মী ও যাত্রী মিলিয়ে ১৮৪ জন ছিলেন। উড়ানের সময় যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে আগুন লেগেছে। বিমানের সকল যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছেন কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.