অভিষেকের দিনে নেই পরী মনি

Pori-thereport24দেশের ৫০টি সিনেমা হলে শুক্রবার মুক্তি পেয়েছে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’। ২০১৩ সালের ডিসেম্বরে এ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিনয় ক্যারিয়ার শুরু করেন আলোচিত নায়িকা পরী মনি। কিন্তু চলচ্চিত্র মুক্তির দিনে ঢাকায় নেই, ব্যস্ত অন্য সিনেমার শুটিংয়ে।

নোমান কথাচিত্রের ব্যানারে নির্মিত ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রে পরী মনির বিপরীতে রয়েছেন জায়েদ খান ও আনিসুর রহমান মিলন।

এ দিকে ঢাকায় নেই পরী মনি। নিজের প্রথম সিনেমাটি দর্শকের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে দেখার ইচ্ছে থাকলেও এস এ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির শুটিংয়ে রাঙামাটিতে রয়েছেন পরী।

তিনি শুক্রবার দ্য রিপোর্টকে বলেন, “খুবই ইচ্ছে ছিল ঢাকায় সবার সঙ্গে ছবিটি দেখব। কিন্তু সেটা আর হচ্ছে না। অলিক ভাইয়ের ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির শুটিং শেষ করে ২ মার্চ ঢাকায় ফেরার কথা আছে। এরপর ৩ মার্চ সবাইকে নিয়ে হলে গিয়ে সিনেমাটি দেখব।”

দর্শক-ভক্তদের হলে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে পরী মনি বলেন, ‘আমার প্রথম ছবিটি সবার ভাল লাগবে বলেই আমার বিশ্বাস। সবাইকে অনুরোধ করব হলে গিয়ে ছবিটি দেখুন।’

‘ভালোবাসা সীমাহীন’ রাজধানীর সনি, জোনাকি, সৈনিক ক্লাব, গীত, পূর্ণিমা, বিডিআর, মধুমিতা, চিত্রামহল, পুনম ও এশিয়া হলে চলছে। এ ছাড়া ঢাকার বাইরে ঝংকার (পাঁচদোনা), পান্না (মুক্তারপুর), মোহনা (কোনাবাড়ি), চাঁদমহল (কাঁচপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শাপলা (রংপুর), নবীন (মানিকগঞ্জ), তিথী (গোবিন্দগঞ্জ), সঙ্গীতা (সাতক্ষীরা), বলাকা (ঠাকুরগাঁও), চিত্রবাণী (গোপালগঞ্জ), চম্পাকলি (টঙ্গী), ছায়াবাণী (ময়মনসিংহ), বর্ষা (জয়দেবপুর)সহ ৫০টি হলে প্রদর্শিত হচ্ছে এ সিনেমাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.