ভিসা প্রতারকদের গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস

মার্কিন দূতাবাসের সাথে সমন্বয় করে বাংলাদেশ পুলিশ ভিসা পাওয়ার জন্য জাল নথি তৈরিকারী ৭ জনকে গ্রেপ্তার করেছে। মার্কিন দূতাবাস ভিসা জালিয়াতি মোকাবেলায় এই যৌথ সহযোগিতার প্রশংসা করেছে।

আজ রবিবার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজ ও টুইটারে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানানো হয়।

মার্কিন দূতাবাস সূত্রে জানা যায়, মার্কিন ভিসা আবেদনকারীরা ভিসা আবেদনপত্রে যে তথ্য প্রদান করে এবং সাক্ষাৎকারে তারা যে কোনো নথি প্রদান করে তার জন্য দায়ী। সম্ভাব্য ভিসা আবেদনকারীদের জন্য সর্বোত্তম নির্দেশিকা হল মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে তথ্য পর্যালোচনা করা। যেকোনো সহায়ক ডকুমেন্টেশনের সাথে তাদের সাক্ষাৎকারের জন্য প্রস্তুত থাকা। ভিসা প্রক্রিয়া এবং সাক্ষাৎকারের সময় বাস্তব ও সত্য উত্তর প্রদান করা। আমরা সম্ভাব্য আবেদনকারীদের সতর্ক করে দিই যে, মিথ্যা তথ্য এবং নথি উপস্থাপনের ফলে শুধুমাত্র ভিসা প্রত্যাখ্যান হতে পারে তা নয়, এটি অযোগ্যতাও হতে পারে যা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রম োণ বাধাগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য যে, মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ভুয়া ক্রয় আদেশ দেখিয়ে মার্কিন কোম্পানিতে ভুয়া ই-মেইল করে ভিসা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনগামী প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

উল্লেখ্য, গুলশান থানায় দায়ের করা মার্কিন দূতাবাসের মামলার সূত্র ধরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) ঢাকা মহানগরীর রামপুরা থানা এলাকা থেকে ভিসা জালিয়াতি চক্রের সাতজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মো. রেজাউল ইসলাম (৬০), সাইফুল ইসলাম (৪০), মো. আজিজুর রহমান (৪৮), মো. খায়রুল কবির (৩৩), সাদেকুর রহমান (৪১), মো. শাহরিয়ার হোসেন বিক্রম (৩০) ও মুহাম্মদ আবু বক্কর (৪৭)।

গত বুধবার রাতে রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২০টি জাল সিল, ০২টি সিল প্যাড, ০৯টি পাসপোর্ট, ০৪টি ভুয়া আইডি কার্ড, ০১টি পেনড্রাইভ, ০২টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ জাল কাগজপত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের পক্ষ থেকে কতিপয় সুপারিশ করা হয়েছে:

১। ইউএস তথা বিভিন্ন উন্নত বিশ্বের ভিসা প্রাপ্তির জন্য অবশ্যই সঠিক তথ্য ও কাগজপত্র এম্বাসিতে প্রদর্শন করার জন্য সকলকে অনুরোধ করা হলো। জাল কাগজপত্র প্রদর্শনকালে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে এবং আপনি ভিসা প্রাপ্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

২। জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথিপত্র তৈরি করা ও জাল সিল ব্যবহার করা বাংলাদেশের প্রচলিত আইনে অপরাধ। সবাইকে এ ধরণের কাজে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

৩। ভুয়া Invitation Letter U.S. Visa প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না।

৪। আপনার অজ্ঞাতে এ ধরণের প্রতারণার স্বীকার হলে ডিবি পুলিশকে অবহিত করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.