বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলেন জাতীয় দলের ক্রিকেটাররা

দেশজুড়ে আজ পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম তার।

আজ (শুক্রবার) তার ১০৩তম জন্মবার্ষিকী। সমাজের সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর এই দিবসটি পালন করছে।

এতে অংশ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। শুক্রবার অনুশীলন শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা।

আজ সকাল দশটা থেকে অনুশীলন শুরু হয়। অনুশীলন শেষে দুপুর একটা দিকে স্টেডিয়ামের ড্রেসিং রুম প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী কেক কেটে উদযাপন করেন ক্রিকেটাররা। দলের ক্রিকেটারদের পাশাপাশি সেখানে কোচিং স্টাফরা ছিলেন।

কেন কাটার মূল দায়িত্ব পালন করেন তাওহীদ হৃদয়। তার পাশে দাঁড়ান সাকিব-তামিমরা। শনিবার সিলেটে প্রথম ওয়ানডের মধ্যে দিয়ে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পূর্নাঙ্গ সিরিজ।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.