অভ্যন্তরীণ রুটে ৩ হাজার টাকায় বিমানের টিকিট

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ‘রমাদান অফার’-এর পর যাত্রীদের জন্য নতুন অফার নিয়ে এসেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল বুধবার নিজেদের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-সিলেট-ঢাকা ফ্লাইটের জন্য রাউন্ড-ট্রিপ টিকিট দিচ্ছে ৩ হাজার টাকায়। এছাড়া বিমানের প্রোমো কোড ব্যবহার করে যাত্রীরা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিটে ৫ শতাংশ ছাড় পাবেন।

ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য অফারটি আগামী ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন, অভ্যন্তরীণ বাজারে অতিরিক্ত চাহিদা মেটাতে এখানে অতিরিক্ত ফ্লাইটেরও পরিকল্পনা করা হয়েছে।

এরই অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৮ ও ২৯ এপ্রিল ২টি, ১৯ এপ্রিল ৪টি, ২০, ২১ ও ২৪ এপ্রিল ৫টি, ২৫ এপ্রিল ৩টি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। আর ২২ এপ্রিল শুধুমাত্র একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.