যান্ত্রিক অসুবিধার করাণে তড়িঘড়ি দিল্লি ফিরল জাপান এয়ারলাইনসের টোকিয়োগামী বিমান। মাঝ আকাশে থাকাকালীনই বিমানটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। তারপরেই বিমানটিকে দিল্লি ফেরানো হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ২০০ জন যাত্রী নিয়ে টোকিয়োর হানেদা বিমানবন্দরের উদ্দেশে উড়ে যায়। যান্ত্রিক সমস্যার কারণে রাত পৌনে একটায় বিমানটি দিল্লিতে ফেরানো হয়।
এক সংবাদমাধ্যমকে ওই বিমানের এক যাত্রী জানিয়েছেন, ৫ ঘণ্টা ধরে মাঝ আকাশে উড়েছিল বিমানটি। তারপরেই বিমানের সকল যাত্রীকে বিমানের যান্ত্রিক সমস্যার কথা জানানো হয়। তবে বিমানে ঠিক কী ধরণের যান্ত্রিক সমস্যা হয়েছিল, তা জানা যায়নি। তবে মাঝপথ থেকে বিমান ফিরে আসায় সমস্যায় পড়েন যাত্রীরা। বুধবার সন্ধ্যার পর আবার নতুন করে টোকিয়োর পথে যাত্রা শুরু করে বিমানটি।
তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি জাপান এয়ারলাইনসের তরফ থেকে।