বিমানের পিএসএস ক্রয় প্রকাশিত সংবাদে বিমানের ব্যাখ্যা

বিমানের প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম (পিএসএস) ক্রয়ের বিষয়ে কিছু গণমাধ্যমে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত করেছে বলে অভিযোগ জানিয়েছে বাংলাদেশি বিমান।

আজ রোববার ভিত্তিহীন সংবাদের ব্যাখা দিয়ে একটি বিপ্তপ্তি প্রকাশ করেছে কৃর্তপক্ষ।

বিমানের পিএসএস প্রকিউরমেন্টের বিষয়ে বিশিষ্ট পিপিআর বিশেষজ্ঞ সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) সাবেক মহাপরিচালকের তত্ত্বাবধানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বুয়েটের অধ্যাপকসহ ১৩ সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর সকল বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে ক্রয় কার্যক্রম সম্পন্ন করেছে। এই কার্যক্রম বিমান পরিচালনা পর্ষদ থেকে অনুমোদিত এবং বিমানের বিজ্ঞ আইনজীবী প্যানেলের যথাযথভাবে ভেটিং করা।

ক্রয় প্রক্রিয়ার বিষয়ে বাণিজ্যিক অডিট অধিদপ্তর কিছু প্রাথমিক পর্যবেক্ষণ দিয়েছে এবং কারিগরি কমিটি গঠন করে উক্ত পর্যবেক্ষণের বিষয়ে জবাব দেওয়ার নির্দেশনা দিয়েছে। এখন পর্যন্ত এটি কোনো অডিট আপত্তি নয়। বিমানের জবাবের ভিত্তিতে সেটি বাতিল হতে পারে। বর্তমানে কারিগরি কমিটি গঠনের মাধ্যমে জবাব প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, পিএসএস সিস্টেম Sabre Global Inc. একটি বিশ্বমানের পিএসএস ব্যবস্থা। সারা বিশ্বে বিভিন্ন এয়ারলাইন্স তাদের পিএসএস সেবা ব্যবহার করছে।

প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে কয়েকটি জাতীয় দৈনিক মনগড়া ও অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.