বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার মালিক তামান্না ভাটিয়া!

‘বাহুবলী’খ্যাত ভারতীয় অভিনয়শিল্পী তামান্না ভাটিয়ার হাল ফ্যাশনেও জুড়ি মেলা ভার! এই অভিনেত্রীর পুরোনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে, তামান্নার বাঁ হাতের আঙুলে শোভা পাচ্ছে বড় আকৃতির একটি হীরার আংটি।

যা নিয়ে অন্তর্জালে জোর চর্চা চলছে। গুঞ্জন উড়ছে, এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরা।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, তামান্নার সংগ্রহে নানারকম হীরার আংটি রয়েছে। বিস্ময়কর তথ্য হলো- বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার মালিকও তামান্না! জমকালো একটি আংটিতে সেটি বসানো হয়েছে।

হীরাটির আকার, ওজন এ আংটিতে আলাদা মাত্রা যোগ করেছে। এর মূল্য ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি)।

এই হীরাটি কিনেননি তামান্না। বরং এটি উপহার পেয়েছেন অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনার কাছ থেকে। ‘সাই রা নরসিমহা রেড্ডি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তামান্না। মুক্তির পর এ সিনেমা সুপারহিট হয়। সিনেমাটিতে তামান্নার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরাটি উপহার দেন উপাসনা।

‘অমূল্য’ এই উপহারের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এর আগে টুইটও করেছিলেন তামান্না।

কোনিডেলা প্রোডাকশন কোম্পানির ব্যানারে ‘সাই রা নরসিমহা রেড্ডি’ সিনেমা প্রযোজনা করনে রাম চরণ। সুরেন্দর রেড্ডি পরিচালিত সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.