ইন্ডিগো বিমানের লেজ চারবার ঠেকেছে মাটিতে, ৩০ লক্ষ টাকার জরিমানা করল ডিজিসিএ

ফের বড় অঙ্কের জরিমানার মুখে পড়ল ইন্ডিগো । ৬ মাসের ব্যবধানে ইন্ডিগোর একটি বিমানের লেজ রানওয়েতে অবতরণের সময় চারবার ঠেকেছে বা ট্রেল স্ট্রাইক হয়েছে। যা নিয়ম বিরুদ্ধ। তাই ইন্ডিগোকে ৩০ লাখ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ (DGCA)।

ইন্ডিগোর এ৩২১ এয়াক্রাফ্টের লেজ ছ’মাসের মধ্যে চারবার অবতরণের সময় রানওয়ে ছুঁয়েছিল। গত জুন মাসে এই ঘটনার কারণে ইন্ডিগোর বিরুদ্ধে স্পেশাল অডিট বসায় ডিজিসিএ। সেই অডিটের পরই ডিজিসিএ শুক্রবার জরিমানা করল ইন্ডিগোকে।

ডিজিসি-এর তরফে জানানো হয়েছে, ইন্ডিগোকে প্রয়োজনীয়তা এবং নির্দেশিকাগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট সংস্থার নথি এবং পদ্ধতিগুলিকে সংশোধন করতে হবে।

বিমানে টেল স্ট্রাইকের ঘটনাটি তখন ঘটে যখন একটি বিমান অবতরণের সময় রানওয়ের সংস্পর্শে আসার ফলে সেটির শেষের দিকের অংশটি আঘাতপ্রাপ্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, সম্প্রতি এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করেছিল ডিজিসিএ। এর আগেও ইন্ডিগোকে জরিমানা করা হয়েছে। ডিজিসিএ-র নিয়ম না মানার অভিযোগ ছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.