কারিগরি ত্রুটিজনিত কারণে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং মেশিন রিডেবল ভিসা (এমআরভি) এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বর্তমানে দূতাবাসের পক্ষে পাসপোর্ট বা ভিসার আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। কারিগরি ত্রুটি সমাধানের পর দূতাবাসে পাসপোর্টের কার্যক্রম পূণরায় চালু হলে তা বিজ্ঞপ্তি আকারে জানানো হবে। তবে দূতাবাসের অন্যান্য কন্স্যুলার ও কল্যাণ সেবা অব্যাহত রয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।