মাঝ আকাশে ইঞ্জিন বিকল, ইন্ডিগো উড়োজাহাজের জরুরি অবতরণ

দুইশ জনেরও বেশি যাত্রী নিয়ে কলকাতা থেকে উড়েছিল ইন্ডিগো এয়ারের একটি উড়োজাহাজ। মাঝ আকাশে সেই উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। শেষ পর্যন্ত একটি ইঞ্জিনের সাহায্যেই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই উড়োজাহাজ। তাতে হাফ ছেড়ে বাঁচেন যাত্রীরা।

কলকাতা বিমানবন্দর জানিয়েছে, গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ২টা ২৯ মিনিট নাগাদ কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ফ্লাইট ৬-ই ৪৫৫ রওনা দেয়। কলকাতার আকাশেই উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হওয়ার সংকেত পান পাইলট। দ্রুত তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে সেটি ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান।

কলকাতার এটিসি অনুমতি দিলে জরুরি অবতরণের জন্য দমকলসহ যাবতীয় ব্যবস্থা রানওয়ের কাছাকাছি নিয়ে আসা হয়। বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয় দুপুর ২টা ৫০ মিনিটে। পরে পাইলটের তৎপরতায় একটি ইঞ্জিনের সাহায্যে উড়োজাহাজটি  নির্বিঘ্নেই ২২২ জন আরোহী নিয়ে দুপুর ২টা ৫৮ মিনিটে কলকাতায় অবতরণ করে। বিকেলে ৩টা ৫ মিনিটে বিমানবন্দর থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়।

এরপর উড়োজাহাজটি জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু করেন সংশ্লিষ্ট সংস্থার প্রকৌশলীরা। কিন্তু যান্ত্রিক ত্রুটি সারতে না পারায় অন্য ফ্লাইটে ওইদিন সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট নাগাদ যাত্রীদের বেঙ্গালুরু পাঠানোর ব্যবস্থা করা হয়।

সূত্র : নিউজ১৮ বাংলা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.