বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে পাসপোর্ট জিম্মি করে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা ফরিদুল আলম শিকদার’কে গ্রেফতার করেছে র্যাব-৭।
আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফুল আলম জানান, মের্সাস আকবর ইন্টারন্যাশনাল নামের একটি এজেন্সি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় কম খরচে সার্বিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, জর্ডানে জরুরিভাবে দক্ষ গার্মেন্টস শ্রমিক নেওয়া হচ্ছে মর্মে লিফলেট বিতরণ করে। পরবর্তীতে গার্মেন্টস কর্মীরা তাদের লিফলেট দেখে প্রলুব্ধ হয়ে তাদের সাথে যোগাযোগ করে। এ সুযোগে প্রতারক চক্রটি গার্মেন্টস কর্মীদের বিদেশ প্রেরণের নামে ভূয়া মেডিকেল পরীক্ষা কথা বলে তাদের পাসপোর্ট জিম্মি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে এজেন্সিটি ভুক্তভোগীদের বিদেশ প্রেরণ না করে তাদের অফিসটি বন্ধ করে আত্মগোপনে চলে যায়। এরপর ভুক্তভোগীরা র্যাব-বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে।
র্যাব-৭, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় একটি প্রতারক চক্র বিভিন্ন মানুষদের বিদেশ প্রেরণের নামে প্রতারণা করে আসছে। প্রতারক চক্রের মূলহোতা ফরিদুল আলম শিকদার সদরঘাট এলাকার অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে ফরিদুল আলম শিকদারকে আটক করতে সক্ষম হয়। প্রতকারক চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর প্রায় ২২ লাখ টাকা আত্মসাৎ করেছে মর্মে স্বীকার করে।
তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।