বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক পদে রদবদল

দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক পদে রদবদল হয়েছে। বিমানে কার্গো বিভাগের জন্য নতুন পরিচালক পদ সৃষ্টি করা হয়েছে।

ফলে বিমানের পরিচালক পদ আটটি থেকে বেড়ে নয়টি হয়েছে।

রোববার বিমানের প্রশাসন বিভাগের এক আদেশে বলা হয়েছে, পরিচালক (বিপণন ও বিক্রয়) যুগ্ম সচিব মো. কামরুল হাসান খানকে (জি-৫৩২২০) পরিচালক (কার্গো) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মহাব্যবস্থাপক (বিপণন) মো. সালাউদ্দিনকে (পি-৩৩৭৪৭) নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরিচালক (বিপণন ও বিক্রয়) -এর (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ) ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই বিমানের পরিচালক পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে আমলাদের নিযুক্ত করা হয়েছে।

অনেকদিন পর বিমানের নিজস্ব কর্মী হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিন পরিচালকের দায়িত্ব পেলেন। বর্তমানে নয়টি পরিচালক পদের মধ্যে মাত্র তিনজন বিমানের নিজস্ব কর্মী।বাকিরা বিভিন্ন পদ মর্যাদার আমলা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.