পিরোজপুরের পাড়েরহাটে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ঝাউতলা স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পিরোজপুর সদর থানার ওসি মো আশিকুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পাড়েরহাটে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও চার জন মারা যান।