কানাডার রাজধানী অটোয়াতে ছয়জন শ্রীলঙ্কানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এদের মধ্যে একজন মা ও তাঁর চার শিশু সন্তান রয়েছে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নিহত নারীর স্বামী।
অটোয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরতলি বারহাভেনে গত বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
নিহতরা হলেন– ৩৫ বছর বয়সী এক শ্রীলংকান নারী, তাঁর ২, ৪, ৭ বছর এবং ২ মাস বয়সী চার শিশু এবং তাদের পরিচিত ৪০ বছর বয়সী এক ব্যক্তি।
দেশটির পুলিশ জানিয়েছে, এ ধরনের হত্যাকাণ্ড এ দেশে বিরল। এ ঘটনা পুরো দেশে নাড়া দিয়েছে।
এদিকে হত্যার ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, এ ধরনের ঘটনায় তিনি বাকরুদ্ধ। ছুরিকাঘাতে ওই পরিবারের বাবাও হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ফেব্রিও ডি-জয়সা নামে ১৯ বছর বয়সী এক শ্রীলঙ্কার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ছয়টি হত্যা এবং একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। ডি-জয়সা ওই পরিবারকে চিনতেন এবং ওই বাড়িতে বসবাস করছিলেন।
অটোয়া পুলিশ প্রধান এরিক স্টাবস একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের সঙ্গে ওই পরিবারের সদস্যদের পূর্বে কোনো সম্পর্ক ছিল না