ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮

ইউক্রেনে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। গতকাল শুক্রবারের (১৯ এপ্রিল) এই হামলায় দুই জন শিশুসহ আট জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, সকালে ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে একটি ভয়ঙ্কর বিমান হামলা করেছে রুশ বাহিনী। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী একটি মেয়ে এবং ৮ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

এই অঞ্চলের প্রধান সের্গেই লাইসাক বলেছেন, একটি ছয় বছর বয়সী ছেলেকে বাঁচাতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। এছাড়া ১২ জন আহত হয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে সর্বশেষ রুশ হামলায় আরও অনেকের মৃত্যু হয়েছে।

ইউক্রেন জানিয়েছে, প্রথমবারের মতো একটি রুশ কৌশলগত বোমারু বিমান ধ্বংস করেছে।

এদিকে, রাশিয়া বলেছে, যুদ্ধ অভিযান থেকে যান্ত্রিক ত্রুটির পর ঘাঁটিতে ফিরে আসার সময় আমাদের সীমানার ভেতরেই একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত একটি রুশ বোমারু বিমান ধ্বংস করা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ প্রতীকী জয়। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এমন বোমারু বিমান দিয়ে শত শত বিমান হামলা করেছে রাশিয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.