গাজায় বিমান হামলায় জাতিসংঘের কর্মী নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের এক কর্মী নিহত ও আরেক কর্মী আহত হয়েছেন। স্থানীয় সময় সেমবার এ ঘটনা ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জাতিসংঘের ওই দুই কর্মী দক্ষিণ গাজায় একটি হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন। ওই সময় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

নিহত ওই কর্মী ভারতীয় বলে জানা গেছে। তিনি জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগে কাজ করতেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জাতিসংঘের নিহত ওই কর্মী ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, জাতিসংঘের ত্রাণকর্মীদের হাসপাতাল পরিদর্শনের ব্যাপারে তারা অবগত ছিলেন না।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ত্রাণকর্মীদের অবস্থান জেনেই ইসরায়েলী বাহিনী হামলা চালিয়েছে।

গতকাল এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় বিভিন্ন মানবাধিকার সংস্থার ত্রাণকর্মীদের ওপর অন্তত ৮ বার হামলা করেছে। এসব হামলার ঘটনায় দুই শিশুসহ অন্তত ১৫ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর হওয়ার পর থেকে এ পর্যন্ত জাতিসংঘের ১৮৮ জন কর্মী নিহত হয়েছেন।

এদিকে কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, রাফাহতে ইসরায়েলি হামলার কারণে যুদ্ধবিরতির আলোচনা ব্যাহত হচ্ছে।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি এই হামলায় নিহত হয়েছে, যাদের এক তৃতীয়াংশই শিশু।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.