ঘূর্ণিঝড় ‘রেমাল’: কক্সবাজার বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে কক্সবাজার বিমানবন্দর থেকে সকল ফ্লাইট ওঠানামা বন্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম

আজ রোববার (২৬ মে) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে বরিশাল বিমানবন্দর থেকে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করেছে।

 

 

বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, আজ বরিশাল থেকে একটি ফ্লাইট ছিল। আবহাওয়া প্রতিকূল থাকায় সেটি বাতিল করা হয়েছে। এ ছাড়া বিমানবন্দরে সব বিমান ওঠানামাও স্থগিত করা হয়েছে।

 

এর আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরেও ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.