ঘূর্ণিঝড় রিমালের কারণে সিলেটে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে ৬ ফ্লাইট। ফ্লাইটগুলোর ঢাকা, চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিলেট ওসমানী বিমানবন্দরে ফ্লাইটগুলো অবতরণ করে।
গত রবিবার (২৭ মে) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিমালে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকা পড়া বিমানগুলো ঢাকা, চট্টগ্রাম, সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের কথা ছিল। এখন পর্যন্ত ৬টি ফ্লাইট সিলেট গ্রাউন্ডে আছে। এর আগে ৯টি ফ্লাইট আটকা ছিল।
তিনি বলেন, আটকা পড়া ফ্লাইটগুলোর মধ্যে বাংলাদেশ বিমানের ৩টি বোয়িং বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। আবহাওয়া স্বাভাবিক হলে অন্য ফ্লাইটগুলোও ছেড়ে যাবে। আর অভ্যন্তরীণ কয়েকটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকেই সিলেটে বৃষ্টিপাত ছিল। তবে সোমবার সন্ধ্যার পর থেকে প্রবল বেগে বাতাসের সঙ্গে ঝরতে থাকে বৃষ্টি।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেটে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেট, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।