নেদারল্যান্ডসে যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ মে) দেশটির রাজধানী আমস্টারডামের শিফল বিমানবন্দরে কেএলএম-এর ওই ফ্লাইটটি ডেনমার্কের বিলান্ডের উদ্দেশে রওয়ানা দেয়ার প্রস্তুতি নেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন, ওই ব্যক্তি প্লেনের ঘুরন্ত টারবাইনের ব্লেডে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। কেএলএম বিবৃতিতে বলেছে, শিফল-এ একটি ভয়ানক ঘটনা ঘটেছে। একজন ব্যক্তি একটি চলন্ত প্লেনের ইঞ্জিনে পড়ে যান। দুর্ভাগ্যজনকভাবে, তিনি মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী যাত্রী ও কর্মীদের সাথে কথা বলে দুর্ঘটনার তদন্ত করছে কর্তৃপক্ষ। নেদারল্যান্ডসের মিলিটারি পুলিশও তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।
রয়্যাল নেদারল্যান্ডস মারাশসে বাহিনী এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, ওই ফ্লাইট থেকে সব যাত্রী ও কর্মীকে সরিয়ে নেয়া হয়েছে। এটি নিছক দুর্ঘটনাটি নাকি আত্মহত্যা, তা এখনও বলা সম্ভব নয়। তদন্তের পরই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো যাবে বলেই গণমাধ্যমকে জানিয়েছে কর্তৃপক্ষ।