বিমানে বোমা আতঙ্ক, জরুরি অবতরণ
বোমা আতঙ্কে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ভারতের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের চেন্নাই থেকে মুম্বাইগামী একটি ফ্লাইট।
১৭২ জন যাত্রী নিয়ে শনিবার সকাল ৭টার দিকে একটি বিমান ভারতের চেন্নাই থেকে মুম্বাই বিমানবন্দরের উদ্দেশে উড়ে যায়। বেসরকারি সংস্থার ওই বিমানের ফ্লাইট সংখ্যা ছিল ৬ই৫৩১৪।
আজ শনিবার সকালে চেন্নাই থেকে মুম্বাইয়ে অবতরণের পরই বিমানে বোমা আছে বলে খবর আসে মুম্বাই বিমানবন্দরে। প্রায় সঙ্গে সঙ্গেই বিমানে শুরু হয় তল্লাশি অভিযান। বিমানবন্দর কর্তৃপক্ষ কাজে নামে। বিমানের ভেতরে যাত্রীদের রেখেই শুরু হয় তল্লাশির প্রক্রিয়া।
পরে বিমান পরিবহণ সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয় আপাতত বোমা পাওয়া যায়নি। তবে তল্লাশি অভিযান চলছে। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। বিমানটিকেও রাখা হয়েছে টার্মিনালের বাইরে একটি নিরাপদ চত্বরে।
পরে বিমানপরিবহণ সংস্থার একটি বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দর নিয়ম মেনেই তল্লাশি চালিয়েছে। আপাতত সেটিকে একটি আইসোলেশন বে তে রাখা হয়েছে। সব রকম তল্লাশি শেষ হলে সেটি ফিরিয়ে আনা হবে টার্মিনালে