বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি ‘বীর উত্তম সুলতান মাহমুদ’ নামকরণ করা হয়েছে।
গতকাল শনিবার (৮ জুন) টাঙ্গাইলের সখিপুর থানার পাহাড়কাঞ্চনপুরে অনুষ্ঠিত হয়। এ ঘাঁটির নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
আইএসপিআর জানায়, বাঙালিজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত কিলোফ্লাইটের তিনি অধিনায়ক ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠা এবং মহান মুক্তিযুদ্ধে তার অবদান বাঙালি জাতি চিরকৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। মহান মুক্তিযুদ্ধে দেশাত্ববোধ ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।
বাংলাদেশ সরকার এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমকে ‘স্বাধীনতা পুরস্কার-২০১৮’ এ ভূষিত করে।
নামকরণ অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ-এর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।